ভালবাসার বিষবৃক্ষ
লিখেছেন লিখেছেন মামুন ১০ অক্টোবর, ২০১৪, ১২:৪৯:০৩ দুপুর
ভালবাসার বিষবৃক্ষ
.
একদিন ইচ্ছেরা বীজ হয়ে
মাটির অবগুন্ঠনে নিজেদের ঢেকে দিতেই
জন্ম হয় বোধিবৃক্ষের।
সপ্তর্ষিমন্ডলের সকল রঙ ইচ্ছেমত
ফুলগুলোকে রাঙিয়ে যায়।
.
হঠাৎ একদিন প্রভাতে,
দেখি ইচ্ছেরা সব হলুদ পাতা!
বোধি বৃক্ষের শিরায় শিরায়
নিরানন্দে গাঁথামালা!
.
সেদিন থেকে আর অন্তরের ডাক শুনি না।
চামড়ার আবরণে ঢাকা
লাল অন্তর ক্রমঃশ নিস্তেজ হয়ে
ভালবাসার বিষবৃক্ষের অপেক্ষায় কাতর হয়!
আর আনন্দগুলো শ্বেতপদ্মে
নিজেদেরকে মুড়িয়ে নিয়ে
ডানে বামে একে বেঁকে চলে।
.
সেই থেকে বোধি বৃক্ষের মগডালে
বোধহীন এই আমি।।
বিষয়: সাহিত্য
৮৭০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
অসাধারণ নান্দনিকতায় 'বোধহীন সেই আমি'কেই আবিস্কার করি যেন।
.....কত দিন থেকে আর অন্তরের ডাক শুনি না।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই, ভালো থাকবেন, অনেক ভালো......
ইনশা আল্লাহ, লিখবার চেষ্টা করব।
জাজাকাল্লাহু খাইর।
এই ইচ্ছে পাতার 'জন্ডিস' রোগের জন্য নিম্নপ্রনালী ব্যবহার করলে ফল পেতে পারেনঃ-
১। সেচঃ- নিঃসার্থ ভালবাসা
২। সার হিসেবে 'নির্মল আনন্দ' দিবেন
৩। কীটনাশক হিসেবে 'পজিটিভ দৃষ্টিভঙ্গি' ছিটাবেন...
ইনশা আল্লাহ ফল পাবেন।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
অনুভূতি রেখে গেলেন এবং দোয়া করলেন, সেজন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন